ঢাকা শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীতে থেমে নেই এমিটি অক্সিজেন ব্যাংকের সেবা কার্যক্রম


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-৯-২০২১ বিকাল ৫:৩৭

পটুয়াখালীতে ইউনির্ভাসাল এমিটি ফাউন্ডেশনের এমিটি অক্সিজেন ব্যাংক করোনা মহামারীর দুর্দিনে ২৪ ঘণ্টা ফ্রি অক্সিজেন সেবা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনার সূচনালগ্ন থেকে পটুয়াখালী জেলার কোভিড ও শ্বাসকষ্টের রোগীদের ইউনির্ভাসাল এমিটি নিঃস্বার্থভাবে অক্সিজেন সেবা দিয়ে চলছে।

পটুয়াখালীর টিম লিডার খন্দকার মোহাম্মদ ত্বহা জানান, করোনা মহামারীর দুর্দিনে এমিটি অক্সিজেন ব্যাংক সকল বয়সের মানুষদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও থেমে নেই তাদের কার্যক্রম। স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গত কয়েক দিন আগে দুজন শ্বাসকষ্টে ভোগা রোগীদের অক্সিজেন সেবা দেয়া হয়েছে। ‍এরমধ্যে একজন হলেন ১০০ বছরের বেশি বয়সী এক বৃদ্ধ মা। তার নাম মোসাম্মৎ সুরাতুন নেছা। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার এলাকার বাসিন্দা। অপরজন হলেন পটুয়াখালী পৌরসভার লতিফ স্কুল রোড নিবাসী লুৎফা বেগম (৭৫)। এরা উভয়ই অ্যাজমাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন।

টিম লিডার খন্দকার মোহাম্মদ ত্বহা আরো জানান, জেলার সদর উপজেলার আউলিয়াপুর এলাকার আম্বিয়া খাতুন (৭৩) নামে শ্বাসকষ্টে ভোগা বৃদ্ধা মায়ের বাসা থেকে অক্সিজেনের জন্য এমিটি অক্সিজেন ব্যাংকে যোগাযোগ করা হয়। শ্বাসকষ্টে ভোগা ওই মায়ের প্রাণ বাঁচাতে এমিটি স্বেচ্ছাসেবীরা তাৎক্ষণিকভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যায় তার বাসায়। এমনিভাবে শহরের লতিফ স্কুল রোড এলাকার মো. মুশফিকুর রহমান (৬৩) নামে করোনাজনিত শ্বাসকষ্টের রোগীর বাসা থেকেও অক্সিজেনের জন্য যোগাযোগ করা হয়। শ্বাসকষ্টে ভোগা ওই রোগীর প্রাণ বাঁচাতে তাৎক্ষণিকভাবে তার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হয়। এমিটি অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে আমরা সকল করোনা আক্রান্ত রোগীর আশু আরোগ্য কামনা করি এবং সবার কাছে তাদের জন্য দোয়া চাই। তাদের এই সেবামূলক কাজ সব সময় চালু থাকবে বলে জানান তিনি।

পটুয়াখালী জেলায় এমিটি অক্সিজেন সেবা পেতে কল করুন : ০১৭২৬৫১৮৪৪৮. ০১৭৮৮১১৩৮৩০. ০১৬১৬৪৭৮৩০২ নম্বরে।

করোনার দুর্দিনে, অন্তিম মুহূর্তে অনেক সময় আপনজনেরা পাশে থাকতে পারেন না এবং অর্থ থাকলেও এ সময়ে একটি সিলিন্ডার জোগাড় করা দুর্লভ। কিন্তু মানবিকতার টানে এমিটি অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা চরম দুর্দিনে অক্সিজেন সেবা দিয়ে চলেছেন।

এমএসএম / জামান

বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুড়ারবন্দ দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ওরস

বাঁশখালীতে শীতার্তদের মাঝে প্রশাসনের শীতবস্ত্র (কম্বল) বিতরণ

বগুড়ায় শিবিরের সাবেক নেতাদের মিলনমেলা

অভয়নগরে ১৯ শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ অনিশ্চিত

জামালপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলার কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

কাজী নাজিমুদ্দিন ফারুকীর মৃত্যুতে বাঁশখালী পুকুরিয়া জামায়াতের শোক

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে কৃষক সমাবেশ : ডাঃ শফিকুল ইসলাম

লোহাগড়ায় গরু ব্যবসায়ী অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

সিলেটের ছিনতাকারী গডফাদার শহিদ

সাংবাদিকের মায়ের মৃত্যুতে তানোরে দোয়া মাহফিল

সিংগাইর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. কেরামত আলীর স্ত্রীর ইন্তেকাল