ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

পটুয়াখালীতে থেমে নেই এমিটি অক্সিজেন ব্যাংকের সেবা কার্যক্রম


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-৯-২০২১ বিকাল ৫:৩৭

পটুয়াখালীতে ইউনির্ভাসাল এমিটি ফাউন্ডেশনের এমিটি অক্সিজেন ব্যাংক করোনা মহামারীর দুর্দিনে ২৪ ঘণ্টা ফ্রি অক্সিজেন সেবা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনার সূচনালগ্ন থেকে পটুয়াখালী জেলার কোভিড ও শ্বাসকষ্টের রোগীদের ইউনির্ভাসাল এমিটি নিঃস্বার্থভাবে অক্সিজেন সেবা দিয়ে চলছে।

পটুয়াখালীর টিম লিডার খন্দকার মোহাম্মদ ত্বহা জানান, করোনা মহামারীর দুর্দিনে এমিটি অক্সিজেন ব্যাংক সকল বয়সের মানুষদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও থেমে নেই তাদের কার্যক্রম। স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গত কয়েক দিন আগে দুজন শ্বাসকষ্টে ভোগা রোগীদের অক্সিজেন সেবা দেয়া হয়েছে। ‍এরমধ্যে একজন হলেন ১০০ বছরের বেশি বয়সী এক বৃদ্ধ মা। তার নাম মোসাম্মৎ সুরাতুন নেছা। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার এলাকার বাসিন্দা। অপরজন হলেন পটুয়াখালী পৌরসভার লতিফ স্কুল রোড নিবাসী লুৎফা বেগম (৭৫)। এরা উভয়ই অ্যাজমাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন।

টিম লিডার খন্দকার মোহাম্মদ ত্বহা আরো জানান, জেলার সদর উপজেলার আউলিয়াপুর এলাকার আম্বিয়া খাতুন (৭৩) নামে শ্বাসকষ্টে ভোগা বৃদ্ধা মায়ের বাসা থেকে অক্সিজেনের জন্য এমিটি অক্সিজেন ব্যাংকে যোগাযোগ করা হয়। শ্বাসকষ্টে ভোগা ওই মায়ের প্রাণ বাঁচাতে এমিটি স্বেচ্ছাসেবীরা তাৎক্ষণিকভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যায় তার বাসায়। এমনিভাবে শহরের লতিফ স্কুল রোড এলাকার মো. মুশফিকুর রহমান (৬৩) নামে করোনাজনিত শ্বাসকষ্টের রোগীর বাসা থেকেও অক্সিজেনের জন্য যোগাযোগ করা হয়। শ্বাসকষ্টে ভোগা ওই রোগীর প্রাণ বাঁচাতে তাৎক্ষণিকভাবে তার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হয়। এমিটি অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে আমরা সকল করোনা আক্রান্ত রোগীর আশু আরোগ্য কামনা করি এবং সবার কাছে তাদের জন্য দোয়া চাই। তাদের এই সেবামূলক কাজ সব সময় চালু থাকবে বলে জানান তিনি।

পটুয়াখালী জেলায় এমিটি অক্সিজেন সেবা পেতে কল করুন : ০১৭২৬৫১৮৪৪৮. ০১৭৮৮১১৩৮৩০. ০১৬১৬৪৭৮৩০২ নম্বরে।

করোনার দুর্দিনে, অন্তিম মুহূর্তে অনেক সময় আপনজনেরা পাশে থাকতে পারেন না এবং অর্থ থাকলেও এ সময়ে একটি সিলিন্ডার জোগাড় করা দুর্লভ। কিন্তু মানবিকতার টানে এমিটি অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা চরম দুর্দিনে অক্সিজেন সেবা দিয়ে চলেছেন।

এমএসএম / জামান

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন