৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দাউদকান্দিতে বিএনপির প্রস্তুতি সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১৬ নভেম্বর দাউদকান্দি শহীদ রিফাত পার্কে এক বিশাল বর্ণাঢ্য র্যালির প্রস্তুতি নিচ্ছে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলার মারুফ ভিলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার ও এম সাত্তার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনন্দ, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদল নেতা রোমান খন্দকার, দাউদকান্দি উপজেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ বাসেত, উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ভূইয়া,
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
“১৯৭৫ সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে একদলীয় বাকশাল কায়েম করেন। এর ফলে দেশে দুর্নীতি ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহি-বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে দেশের অর্থনীতি সচল রাখেন, বিদেশে জনশক্তি ও খাদ্য রপ্তানি করে বাংলাদেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেন।” তিনি আরও বলেন,
“২৪ সালের নির্বাচনে পরাজিত শক্তি শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঢাকা লকডাউনের নামে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ এসব ষড়যন্ত্রে বিশ্বাস করবে না- দেশবাসী আগামী ৫০ বছর শেখ হাসিনাকে আর দেশে ফিরতে দেবে না।”
সভাস্থলে দুপুর থেকেই দাউদকান্দির একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী সমবেত হন।
বিশেষভাবে বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়াল এর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য মিছিল সভাস্থলে যোগ দেয়।
এ সময় উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গোলজার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি রিপন মিয়াজী, অটল, আবু সায়েম মিয়াজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম মোহাম্মদ আলী, যুবদল সভাপতি প্রার্থী মোঃ ইমরান হোসেন মোহন, যুবদল নেতা শাহাবুদ্দিন, ছাত্রদল সভাপতি প্রার্থী ইব্রাহীম, ছাত্রদল নেতা জাকির হোসেন, বিটেশ্বর ইউনিয়ন ওলামা দলের সভাপতি কাজী বাহাউদ্দীন ও সাধারণত সম্পাদক মোঃ ফারুক, মুক্তিযোদ্ধা প্রজন্মদল নেতা নুরুজ্জামানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা শেষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বিএনপির পার্টি অফিসে গিয়ে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
আসন্ন ১৬ নভেম্বরের বর্ণাঢ্য র্যালিকে ঘিরে দাউদকান্দি জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন
ভূঞাপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শ্যামনগরে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জলদস্যু আটক
কবরস্থানের পাশে অপরিকল্পিত গবাদিপশুর খামার: বিষাক্ত বর্জ্যে নাকাল জনজীবন
মনোহরগঞ্জ -লাকসামে বিএনপির বিশাল গনমিছিল ৩১ দফা সংস্কারে সমাবেশ
ধানের শীষ গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক-মোহাম্মদ ফখরুল ইসলাম
শিবচরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পিয়াজসহ পিকআপ জব্দ
আমি নেতা হতে চাই না, আমি মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাইঃ সেলিমুজ্জামান
দৃষ্টিজয়ী ফাহিম ফেরদৌসের এক জীবনের গল্প
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আসিফ নজরুল