ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রাঙ্গাবালি ও কলাপাড়া ইউপি নির্বাচনে নৌকার বিজয় ঠেকাতে মরিয়া আ.লীগের বিদ্রোহীরা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-১২-২০২১ বিকাল ৫:২২

আসছে আগামী ২৬ ডিসেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙ্গাবালীর সাতটি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে ওঠেছে। এসব বিদ্রোহী প্রার্থীদের মূল লক্ষ্যই হচ্ছে নৌকার প্রার্থীকে হারানো। ফলে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে চিন্তিত নৌকা প্রার্থীরা।

 

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার তিনটি এবং রাঙ্গাবালী উপজেলায় চারটি ইউনিয়নে এ নির্বাচন হচ্ছে। কলাপাড়ার তিনটি ইউনিয়নে তিনজন এবং রাঙ্গাবালী চারটির মধ্যে তিনটি ইউনিয়নে পাঁচজন সহ মোট আটজন দলের বিদ্রোহী প্রার্থী রয়েছে।  

 

এরমধ্যে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবির কেরামতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন ও টিয়াখালীতে আওয়ামীলীগের নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমুর বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা এবং নীলগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মোঃ বাবুল মিয়ার বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন বিপ্লব। এ তিনজনকেও দল থেকে বহিস্কার করার জন্য ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে। 

 

অপরদিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন খানের বিরুদ্ধে দলের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। এরা হচ্ছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙ্গাবালী সদর ইউপি দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একেএম আজাদ এবং দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান হাওলাদার। ছোটবাইশদিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী হাজী আব্দুল মান্নান হাওলাদারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী একে সামসুদ্দিন আবু মিয়ার প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও চরমোন্তাজ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাশেম মোল্লা। 

 

এদিকে রাঙ্গাবালী উপজেলায় দলের পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে ইতোমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে।

এরা হচ্ছেন, রাঙ্গাবালী সদর ইউপির দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা 

আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী অ্যাডভোকেট একেএম আজাদ ও মো. খলিলুর রহমান হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছোটবাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি কাশেম মোল্লা।রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাঙ্গাবালী সদর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান মামুন খান দৈনিক সকালের সময়কে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। যারা নেত্রীর সিদ্ধান্তকে অমান্য করে এবং দলীয় সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তারা মূলত: আওয়ামীলীগার নয় এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সৈনিক ও নয়। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয় করার বিকল্প নেই’।

 

এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক সকালের সময়কে বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয় তা সবই করা হবে। নির্বাচনের আচরণবিধি কেউ লঙ্ঘন এবং কেউ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাউফলে ড. মাসুদের প্রচেষ্টায় মুক্তি পেল ৩ ইউনিয়নবাসী