ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিয়ামতপুরে ১৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২২ দুপুর ২:৩০
ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহরের শেষদিনে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নওগাঁর নিয়ামতপুরে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্ধ হলে ৩৯ জন চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে নামবেন।
 
হাজিনগর ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. আব্দুর রাজ্জাক, মো. আমিনুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. আবুল বাশার, মো. মিনহাজুল ইসলাম। এরমধ্যে শহিদুল ইসলাম তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। চন্দননগরে ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. খালেকুজ্জামান তোতা, মো. দেলোয়ার হোসেন শিমুল, মো. বদিউজ্জামান বদি, মো. বদিউজ্জামান, গৌতম চন্দ্র বর্মণ, মো. জাকারিয়া, মো. আব্দুর রহমান। এরমধ্যে গৌতম চন্দ্র বর্মণ ও আব্দুর রহমান তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ভাবিচা ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ওবাইদুল হক, মো. শরিফুল ইসলাম, মো. জামশেদ আলী, মো. আব্দুল বারী, মো. দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন মৃধা, মকবুল সরদার, মো. জহিরুল ইসলাম, মো. আব্দুর রহমান। এরমধ্যে মকবুল হোসেন ও মো. আব্দুর রহমান তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
 
নিয়ামতপুর সদর ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বজলুর রহমান, শামীম রেজা চৌধুরী, মো. শহিদুল ইসলাম, মো. আমিনুর রহমান, মো. একরামুল হক, মো. আব্দুর রহমান, হুমায়ন কবির। এদের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। রসুলপুর ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মোতালেব হোসেন, সাজ্জাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, মাহমুদ আলম, মোশারফ হোসেন, একরামুল হক, বাবুল আকতার। এরমধ্যে মোশারফ হোসেন, একরামুল হক ও বাবুল আকতার তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
 
পাড়ইল ইউপির চেয়ারম্যান প্রার্থিরা হলেন- সৈয়দ মুজিব, আব্দুল মান্নান, মঞ্জুর রহমান, মাইনুল ইসলাম মিনু, মনিরুজ্জামান শেখ পলাশ, শফিউদ্দিন আহমেদ। এরমধ্যে মনিরুজ্জামান শেখ পলাশ ও শফিউদ্দিন আহমেদ তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন রফিকুল ইসলাম, আল মামুন হক, এ,কে,এম খলিলুর রহমান। এদের কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি। বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন মামুনুর রশিদ, ইমরান হোসেন, রঞ্জু রহমান, আব্দুল করিম, ফজলুর রহমান, এরশাদুল হক, আবু তালেব, দ্বিনেশ কুমার মাহাতো, মো. কাদের মন্ডল, মঞ্জুর রাশেল। এরমধ্যে মো. কাদের মণ্ডল, দ্বিনেশ কুমার মাহাতো, ফজলুর রহমান, এরশাদুল হক ও আবু তালেব তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
 
সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১০৬ জন। এরমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৩ জন। সাধারণ সদস্যপদে মনোনয়ন জমা দিয়েছিলেন ৩৪৯ জন। এরমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ১৭ জন। ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ উপজেলায়।
 
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান বলেন, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন থেকে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র পত্যাহার করে নেন।
 
জানা গেছে, নিয়ামতপুর উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার ১৫ জন প্রত্যাহার করায় নির্বাচনের লড়াইয়ে রয়ে গেছে ৩৯ জন। এরমধ্যে আ’লীগের দলীয় নৌকা প্রতীকে ৮ জন। উপজেলার আট নৌকা প্রতীকের সাথে স্বতন্ত্র হিসেবে লড়বেন ৩১ জন প্রাথী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০৩ জন এবং সাধারণ সদস্যপদে ৩৩২ জন প্রার্থী লড়বেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা