সরিষার বাম্পার ফলন ও বাজারমূল্য ভালো থাকায় খুশি কৃষক

শাহজাদপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। বোরো ও আমন মৌসুমের মাঝামাঝি সময়ে জমি ফেলে না রেখে তাতে সরিষা চাষ শুরু করেছেন স্থানীয় কৃষকরা। তুলনামূলক খরচ কম হওয়ায় বাড়তি কোনও তদারকির প্রয়োজন নেই সরিষা চাষে। বর্তমানে দুই ফসলি জমিকে তিন বা চার ফসলি করে গড়ে তুলতে রবি শষ্য আবাদের দিকে ঝুঁকেছেন তারা। এতে করে খরচ কম, লাভজক হওয়ায় এবং সরিষার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারায় ও বাড়তি অর্থ দিয়ে বোরো আবাদ ভালোভাবে করতে পারাসহ বাজার মূল্য ভালো থাকায় সরিষা চাষাবাদে ব্যাপক আগ্রহ বেড়ে গেছে এ শাহজাদপুর উপজেলার সরিষা চাষিদের।
কৃষক আব্দুল রহমান জানান, প্রায় ৩বিঘা জমিতে বারি-১৪ সরিষা চাষাবাদ করেছিলাম। আশানুরূপ ফলন পেয়েছি। সরিষার ভালো দাম থাকায় লাভবান আমরা। এছাড়া সরিষার গাছ পরিবারের রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার হয় এটিও একধরনের লাভ। কৃষক খলিল আহম্মেদ জানান, বিগত কয়েক বছর ধরেই সরিষা চাষাবাদ করে আসছি। সরিষাতে পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় ভালো ফলন হয়েছে। বাজার দর ভালোই পাওয়া যাবে বলে আশা করছি।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে আরও জানা যায়, এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ও সরিষাতে পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি স্থানীয় জাতের সরিষা ৩-সাড়ে ৩ মন এবং নতুন জাতের উদ্ভাবিত সরিষা ৫-৬ মণ করে হচ্ছে, বর্তমানে বাজারে হলুদ বর্ণের ভেজা সরিষা ২,৪০০-২,৬০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। তাতে করে সরিষা চাষাবাদে সবকিছু বাদ দিয়ে বিঘাতে নূন্যতম ৩-৪ হাজার টাকা করে আমাদের লাভ হবে।
সাধারণত আমন ধান কাটার পর বোরো ধান লাগানোর আগ পর্যন্ত এই মাঝামাঝি সময়ে প্রায় ৩ মাস জমি পতিত থাকে। তাই সেসময় জমিগুলো ফেলে না রেখে বাড়তি আয়ের জন্য আমরা তাতে সরিষা চাষাবাদ শুরু করেছি।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, এ বছর উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১২ হাজার ৭৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৭৮০ হেক্টর জমিতে বেশী সরিষা চাষ হয়েছে। বোরো ধান রোপণের আগে একটি বাড়তি অর্থকরি ফসল হিসেবে সরিষার আবাদ করে শাহজাদপুরের কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। গত কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে এ শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। প্রচলিত দেশি সরিষার চেয়ে বারি, টরি, ও বিনার উদ্ভাবিত সরিষার জাতগুলোর ফলন বেশি। এ কারণে চাষিরাও আগ্রহী হচ্ছেন সরিষা চাষে এবং চাষের সময় ও খরচ দুটোই কম হওয়ায় কৃষকের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ।
তিনি আরও জানান, বাজার দাম ভালো থাকায় খুশি এ উপজেলার সরিষা চাষিরা । এছাড়াও সরিষা চাষে উদ্ভুদ্ধ করতে কৃষকদের সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণসহ ভালো ফলনের জন্য কৃষি অফিসের পক্ষ থেকে সবধরনের পরামর্শ প্রদান করা হয়েছে।
শাফিন / শাফিন

জয়পুরহাট ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬, জামায়াতের ১জন

কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগড়ি ইন্সটিটিউট এর সংবাদ সম্মেলন

বোদায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আশুলিয়ায় ঋণের তলে বহুতল ভবন, লাগামহীন ব্যাংক সুদে বিপর্যস্ত মালিকেরা

রাঙ্গুনিয়ার আইন শৃঙ্খলার রক্ষায় বিশেষ অবদান রাখায় ওসি শিফাতকে সন্মানা

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোদাব্বির হুসেন মুনিম

রায়পুরে বিএনপি নেতা সড়কের ৪০ টি গাছ লুট

তানোরে বাড়ি ও জমি বিক্রির নামে মা-ছেলের প্রতারণা, আদালতে মামলা

চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে পলিথিনের ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন এক বৃদ্ধার

ঠাকুরগাঁওয়ে গলব্লাডার অপারেশনে মারা গেল রোগী.বিচার চায় স্বজনরা
