ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীতে বইমেলার উদ্বোধন : ২৩ ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ৪:১৮

মহান ভাষা আন্দোলনে অবদান রাখায় পটুয়াখালীর ২৩ জন ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। সোমবার (২১ ফেব্রুয়ারি) পটুয়াখালীর ঐতিহাসিক শহীদ আলাউদ্দীন শিশুপার্কে এ সম্মাননা প্রদান করা হয়। জেলার একমাত্র জীবিত ভাষাসৈনিক আবুল হোসেন আবু মিয়া এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষা সংগ্রামী পরিবারের স্বজনদের সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।  

অনুষ্ঠানে ভাষা সংগ্রামী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- ভাষাসৈনিক প্রয়াত এমদাদ আলী অ্যাডভোকেটের ছেলে গণমাধ্যমকর্মী এনায়েতুর রহমান এবং ভাষাসৈনিক প্রয়াত জয়নাল সিকদারের ছেলে তসলিম সিকদার। পরে ২৩ ভাষা সংগ্রামীর স্বজনদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন প্রধান অতিথি। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন অতিথিরা।

ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য যাদের সম্মাননা প্রদান করা হয়েছে তারা হলেন- আবুল হোসেন আবু মিয়া, প্রয়াত কাজী আবুল কাসেম এডভোকেট, অ্যাডভোকেট আজিজ খন্দকার, মো. জয়নাল সিকদার, মো. এমদাদ আলী অ্যাডভোকেট, সৈয়দ আশরাফ হোসেন, কবি খোন্দকার খালেক, দেবেন দত্ত, কেদার সমদ্দার, হিরণ প্রভ দত্ত, সুরেন্দ্র মোহন চৌধুরী, আবদুল করিম মিয়া, কমরেড মোকসেদুর রহমান, আবদুস সালাম মিয়া, আলী আশরাফ, এবিএম আবদুল লতিফ, আবুল হাসেম মিয়া, জালাল উদ্দিন আহমেদ, আবদুল মোতালেব মোক্তার, কাজী ফজলুল হক, অ্যাডভোকেট আবদুল জব্বার, মো. দলিল উদ্দীন ও বিডি হাবিবুল্লাহ।

এমএসএম / জামান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাউফলে ড. মাসুদের প্রচেষ্টায় মুক্তি পেল ৩ ইউনিয়নবাসী