ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীতে বইমেলার উদ্বোধন : ২৩ ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ৪:১৮

মহান ভাষা আন্দোলনে অবদান রাখায় পটুয়াখালীর ২৩ জন ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। সোমবার (২১ ফেব্রুয়ারি) পটুয়াখালীর ঐতিহাসিক শহীদ আলাউদ্দীন শিশুপার্কে এ সম্মাননা প্রদান করা হয়। জেলার একমাত্র জীবিত ভাষাসৈনিক আবুল হোসেন আবু মিয়া এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষা সংগ্রামী পরিবারের স্বজনদের সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।  

অনুষ্ঠানে ভাষা সংগ্রামী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- ভাষাসৈনিক প্রয়াত এমদাদ আলী অ্যাডভোকেটের ছেলে গণমাধ্যমকর্মী এনায়েতুর রহমান এবং ভাষাসৈনিক প্রয়াত জয়নাল সিকদারের ছেলে তসলিম সিকদার। পরে ২৩ ভাষা সংগ্রামীর স্বজনদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন প্রধান অতিথি। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন অতিথিরা।

ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য যাদের সম্মাননা প্রদান করা হয়েছে তারা হলেন- আবুল হোসেন আবু মিয়া, প্রয়াত কাজী আবুল কাসেম এডভোকেট, অ্যাডভোকেট আজিজ খন্দকার, মো. জয়নাল সিকদার, মো. এমদাদ আলী অ্যাডভোকেট, সৈয়দ আশরাফ হোসেন, কবি খোন্দকার খালেক, দেবেন দত্ত, কেদার সমদ্দার, হিরণ প্রভ দত্ত, সুরেন্দ্র মোহন চৌধুরী, আবদুল করিম মিয়া, কমরেড মোকসেদুর রহমান, আবদুস সালাম মিয়া, আলী আশরাফ, এবিএম আবদুল লতিফ, আবুল হাসেম মিয়া, জালাল উদ্দিন আহমেদ, আবদুল মোতালেব মোক্তার, কাজী ফজলুল হক, অ্যাডভোকেট আবদুল জব্বার, মো. দলিল উদ্দীন ও বিডি হাবিবুল্লাহ।

এমএসএম / জামান

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন