ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিয়ামতপুরে ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি বিশেষ বিধিনিষেধ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ৪:১৩

নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন এবং দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে আরো ৭+৭= ১৪ দিনের বিশেষ বিধিনিষেধ শেষে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ২৪ থেকে ৩০ জুন পর্যন্ত চতুর্থবারের মতো বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে চলমান বিশেষ বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়।

জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক হারুন-অর-রশীদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ স্থিতিশীল হওয়ায় আজ ২৪ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোকান, মার্কেট সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকবে। তবে মিষ্টির দোকানে পার্সেল আকারে বিক্রি করা যাবে। সকল প্রকার চায়ের দোকান বন্ধ থাকবে। সকল প্রকার সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্য‍া ৬টা পর্যন্ত ক্রয়-বিক্রয় করতে পারবে। সকল প্রকার এনজিও কার্যক্রম বন্ধ থাকবে। পশুর হাট বন্ধ থাকবে। তবে খামার থেকে অনলাইনে পশু ক্রয়-বিক্রয় করা যাবে। জেলার সীমান্তবর্তী জেলাসমূহের সাথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে রোগী পরিবহনকারী/অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য পরিবহন এবং জরুরি সেবা-পরিসেবা ও জরুরি সরকারি গাড়ির ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। পাড়া/মহল্লাভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠনপূর্বক স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে মসজিদের মাইক থেকে নিয়মিত জনসচেতনতামূলক ঘোষণার ব্যবস্থা করতে হবে। স্কুল-মাদ্রাসার শিক্ষকদের সম্পৃক্ত করে পাড়া/মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ব্যবস্থা করতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয় ১ হাজার ৭৯১ জনের। করোনা শনাক্ত হয়েছে ৩৯৪ জনের। সুস্থ হয়েছেন ২৮৯ জন। রিপোর্ট আসেনি ৪৩ জনের। বর্তমানে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১৪৪ জন। নমুনা অনুপাতে এ পর্যন্ত করোনা সংক্রমণের হার ২২ দশমিক ৫৪ শতাংশ। বিশেষ বিধিনিষেধ ১৫ জুন থেকে ২৩ জুন ১০ দিনে  নমুনা সংগ্রহ ৩৫৩ জনের। ‍এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। বিপোর্ট আসেনি ৪৩ জনের। নমুনা সংগ্রহ অনুপাতে সংক্রমণের হার  ২৯.০৩ শতাংশ।

এমএসএম / জামান

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা