পটুয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে একাধিক ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য এবং ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে ২ স্বর্ণ ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিকাজে ব্যবহৃত বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ জুন) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাডিশনাল এসপি আহমাদ মাঈনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ধৃত আসামিদের আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ। সোমবার (৪ জুন) বরিশালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. রিয়াজ হাওলাদার (৩৫), অরুণ দাস (৩৫), মো. ইসমাইল গাজী (৫৫) এবং তার ভগ্নিপতি হেমায়েত সিকদার ওরফে মিলন(৪৭)। এছাড়াও ডাকাতিকালে লুট হওয়া স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে বাউফল উপজেলা চত্বরে জুয়েলারি ব্যবসায়ী গৌতম কর্মকার ও মনোজ কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি, ইসমাইলের বিরুদ্ধে ৪টি এবং অরুণ দাসের বিরুদ্ধে ঝালকাঠি থানায় ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও হেমায়েত ডাকাতি মামলায় ৭ বছর সাজা খেটে সদ্য জেল থেকে বের হয়েছে জানায় পুলিশ।
বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় আটককৃতদের বাড়ি বলে নিশ্চিৎ করেছে পুলিশ। অভিযানকালে ইসমাইল গাজীর বসতঘর থেকে ১টি বাংলা দা, ১টি গ্রিল কাটার, ১টি ছোরা, ১টি শাবল, ২টি ছুরি, ২টি ফোরপিন, ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। তবে লুটে নেয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঘটনার বরাত দিয়ে অ্যাডিশনাল এসপি দৈনিক সকালের সময়কে বলেন, গত ৩০ জুন গভীর রাতে বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের ব্যবসায়ী রুহুল আমিন সিকদারের বসতঘরের গ্রিল কেটে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালঙ্কার এবং কাপড়-চোপড়সহ প্রায় ১৩ লাখ টাকা সম্পদ নিয়ে যায়। এ ঘটনায় ৩ জুন বাউফল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন রুহুল আমিন। ওই রাতে ডাকাত দল ঘরে রক্ষিত ফ্রিজ থেকে মাছ-মাংস নিয়ে যায় এবং ঘরের মেঝেতে বসে আম-দুধ দিয়ে ভাত মেখে খেয়ে বাসা ত্যাগ করে। ডাকাত চলে গেলে রুহুল আমিনের ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী ইমন কৌশলে তার বাবার হাতের বাঁধন খুলে দিলে সকলে বাঁধনমুক্ত হয়ে ডাক-চিৎকার শুরু করেন। পরদিন গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এমএসএম / জামান

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied