৭১ টিভির বরগুনা প্রতিনিধির বিরুদ্ধে মামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দিন খলীফার দরগা শরীফ মাজারের দূর্ণীতি ও অনিয়ম নিয়ে একাত্তর টিভিতে সচিত্র প্রতিবেদন প্রচার করায় এ ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তি বাদল হোসেন একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়রানী মূলক করায় এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন পটুয়াখালীর সাংবাদিকরা। আজ তারা স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ করে মামলাকারী কথিত সাংবাদিক বাদল হোসেনর চাঁদাবাজী, হামলা, মামলা, মাজারের লুটপাটসহ বিভিন্ন কর্মকান্ডের মুখোশ তুলে ধরে তার বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেয়া ও একাত্তর টিভির সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে দায়ের করা হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের আহবায়ক সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সদস্য সচিব জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন ও একাত্তার টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন।
সভায় বক্তারা উল্লেখ করেন মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দীন খলীফার মাজারে সাধারন সম্পাদক সহিদ মল্লিকসহ কমিটির কয়েজন সদস্য দীর্ঘদিন দূর্নীতি ও অীনয়মের মাধ্যমে মাজারের অর্থ কুক্ষিগত করে আসছিলো। দূর্নীতির বিষয়ে একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি সংবাদ সংগ্রহ ও প্রচারের আগে তাকে আর্থিক ভাবে ম্যানেজের অপচেষ্টা ব্যর্থ হওয়া ও সেই ভিডিও চিত্রসহ সংবাদ ১ মার্চ প্রচার হওয়ায় ক্ষিপ্ত হয়ে মাজার কমিটির সাধারন সম্পাদকের ভাগিনা বাদল হোসেন ওরফে বাক্স বাদল গত ৫ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও ২১ জুলাই জানাজানি হলে বরগুনা ও পটুয়াখালীর সাংবাদিকরা এই হয়রানী মূলক মামলার প্রতিবাদে সোচ্চার হন।
মানববন্ধনে সমাবেত বক্তারা মামলার বাদী বাদলের বিভিন্ন অপকৃতি তুলে ধরে তাকে আইনের আওতায় আনার দাবি জানান। পরে মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসব কর্মসূচীতে জেলা সদর ছাড়াও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন।
এমএসএম / এমএসএম

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে

‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রাণীনগরে সড়ক পাকাকরণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

ভূমি কর্মকর্তার কারসাজিতে ভুয়া খারিজ, তদন্ত দাবি এলাকাবাসীর

শ্রীমঙ্গলে হঠাৎ করেই পরিদর্শনে এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব-প্রীতম দাশ

মজুরী বৈষ্যমের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ

বেপরোয়া গতিতে চেয়ারম্যান পরিবহনের দুর্ঘটনা থামছে না, আতঙ্কে দুমকীবাসী

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মাহমুদুর রহমানের

বিসিএসআইআর চট্টগ্রাম কল্যাণ পরিষদে নতুন নেতৃত্বে তাসলিমা-হাসিবুল

পিআর পদ্ধতি দেশের জনগন বোঝে না, তারা বুঝে ব্যালট পেপার- খন্দকার মাশুকুর

শ্রীপুরে আনন্দ-উচ্ছাসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Link Copied