অর্ধযুগ পরে পটুয়াখালীতে জাতীয় পার্টি'র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ২৮ জুলাই

অর্ধযুগ পরে পটুয়াখালীতে জাতীয় পার্টি'র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ২৮ জুলাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুতি করার লক্ষ্যে দীর্ঘ অর্ধযুগ পরে পটুয়াখালী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহষ্পতিবার ২৮ জুলাই সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় পার্টি পটুয়াখালী জেলা শাখা'র দ্বি- বার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি নিয়েছে জেলা জাতীয় পার্টি'র আহবায়ক কমিটি। গত কয়েকদিনে এ আহবায়ক কমিটির ফ্রন্ট লাইনের একডজন নেতা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে জেলার ৮টি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন সফর করে কমিটি গঠন করে তৃণমূলের নেতা-কমীকে উজ্জিবিত করতে অনেকটা সক্ষম হয়েছেন বলেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
জাতীয় পার্টি জেলা শাখা'র এ দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পার্টির কো- চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান ঢাকা দক্ষিন জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসপন বাবলা এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন পার্টির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও পার্টির অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মেজর (অবঃ) রানা মোঃ সোহেল। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার। সম্মেলনের সমন্বয়ক হিসেবে দায়িত্বে রয়েছেন নাসরিন জাহান রত্না আমিন এমপি। জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জাফর উল্লাহ জানান, বৃষ্টির আশঙ্খা থাকায় শিল্পকলা একাডেমীতে জেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন করতে হচ্ছে।
জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক দৈনিক সকালের সময়কে বলেন, বৃষ্টি না হলে সম্মলনে আশাতিত নেতা- কর্মীর সমাবেশ ঘটবে বলে আশা করেন।
এমএসএম / এমএসএম

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে

‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রাণীনগরে সড়ক পাকাকরণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

ভূমি কর্মকর্তার কারসাজিতে ভুয়া খারিজ, তদন্ত দাবি এলাকাবাসীর

শ্রীমঙ্গলে হঠাৎ করেই পরিদর্শনে এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব-প্রীতম দাশ

মজুরী বৈষ্যমের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ

বেপরোয়া গতিতে চেয়ারম্যান পরিবহনের দুর্ঘটনা থামছে না, আতঙ্কে দুমকীবাসী

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মাহমুদুর রহমানের

বিসিএসআইআর চট্টগ্রাম কল্যাণ পরিষদে নতুন নেতৃত্বে তাসলিমা-হাসিবুল

পিআর পদ্ধতি দেশের জনগন বোঝে না, তারা বুঝে ব্যালট পেপার- খন্দকার মাশুকুর
Link Copied