ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৭-১০-২০২২ রাত ৮:৪৬
জেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীতে ৯৬ ভোটে আ'লীগ প্রার্থী খলিলুর রহমানকে হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের জয়।পটুয়াখালীতে কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহনে ৯৬ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী মোঃ খলিলুর রহমান মিয়াকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ জয়লাভ করেছেন।
 
বে- সরকারী ফলাফলে জানাগেছে, বিজিত স্বতন্ত্র প্রার্থী এড. মোঃ হাফিজুর রহমান হাফিজ (ঘোড়া) ভোট পেয়েছেন ৫৮২ এবং আওয়ামীলীগের প্রার্থী মোঃ খলিলুর রহমান (আনারস) পেয়েছন ৪৮৬ ভোট।
 
এ নির্বাচনে ১ নং সংরক্ষিত ওয়ার্ড (সদর-মির্জাগঞ্জ-দুমকি) মহিলা সদস্য পদে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার শেলী (হরিন)। তার নিকটতম প্রতিদ্বন্দী নাসিমা আক্তার (ফুটবল) পেয়েছেন ১১১ ভোট।
 
২ নং সংরক্ষিত ওয়ার্ডে (বাউফল-দশমিনা) আসনে ১৪৬ ভোটে নির্বাচিত হয়েছেন কামরুন নাহার (দোয়াত কলম)। তার নিকট প্রতিদ্বন্দী পশারী রানী(হরিণ) পেয়েছেন ১২০ ভোট। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে  ( গলাচিপা-কলাপাড়া-রাঙ্গাবালী)  আসনে বিনা প্রতিদ্বন্দীতায় মহিলা সদস্য হয়েছেন মোসাঃ বিলকিস জাহান।
 
১ নং সাধারন ওয়ার্ডে (সদর) ১১৪ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল হোসেন (টিউবওয়েল), তার নিকটতম প্রতিদ্বন্দী চিন্ময় বণিক(হাতি) পেয়েছেন ৫৫ ভোট।
২ নং  সাধারন ওয়ার্ডে (দুমকি) ৪০ ভোটে পেয়ে সদস্য  নির্বাচিত হয়েছেন মোঃ জাকারিয়া কাওসার (টিউবওয়েল), তার প্রতিদ্বন্দী মোঃ আবুল বাসার (হাতি) পেয়েছেন ২৩ ভোট।
৩ নং ওয়ার্ডে (মির্জাগঞ্জ) ৫২ ভোটে  সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবির (তালা), তার প্রতিদ্বন্দী শামীম (হাতি) পেয়েছেন ২৭ ভোট।
৪ নং ওয়ার্ডে (বাউফল) দুইজন প্রার্থী মোঃ জসীম ফরাজী (তালা) ও শাহজাহান সিরাজ (অটোরিক্সা) ১০৪ ভোট করে  দুজনেই সমান ভোট পেয়েছেন।
৫ নং ওয়ার্ড (দশমিনা) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী মোঃ মিজানুর রহমান মিজান(টিউবওয়েল), তার প্রতিদ্বন্দী মোঃ জাকির হোসেন ভুট্টো (তালা) পেয়েছেন ৩৭ ভোট।
৬ নং ওয়ার্ড (গলাচিপা) ১২৬ ভোটে হয়েছেন মাঈনুল ইসলাম রনো (তালা), তার নিকট প্রতিদ্বন্দী মেঃ শাহীন মিয়া (টিউবওয়েল) পেয়েছেন ৩১ ভোট।
৭ নং ওয়ার্ডে (কলাপাড়া) ৮৪ ভোট পেয়ে  সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ শিকদার(তালা), তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আসাদুজ্জামান শুভ (টিউবওয়েল) পেয়েছেন ৮০ ভোট।
৮ নং ওয়ার্ডে (রাঙ্গাবালী) সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান শিমুল(ঘুড়ি)। তিনি ভোট পেয়েছেন ৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আবদুল মালেক মিয়া (হাতি)  পেয়েছেন ৩৩ ভোট। 
এ জেলায় ১০৮৩ ভোটের মধ্য ৫ জন ভোটার অনুপস্থিত রয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান।

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা