ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চোখের সামনে পুড়তে দেখেছি কিছুই বলতে পারিনি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ২:৩

গাজীপুরের কোনাবা‌ড়ি ও কাশিমপুরে সকাল থেকেই বেতন বাড়ানোর দাবীতে বিক্ষোভ শুরু করে পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে বাইমাইল সাইনবোর্ড এলাকায় চলন্ত ২টি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।  
 
এছাড়াও বিভিন্ন কারাখানার শ্রমিকরা একত্রিত হয়ে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় বিভিন্ন কারখানায় হামলা চালায়। এসময় জরুন এলাকায় কেয়ানীট কম্পোজিট লিমিটেড কারখানার মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ শ্রমিকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন তারা।

পু‌লিশ জানায়,সকালে গাজীপুরের কোনাবা‌ড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। সেখানে পু‌লিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের। পরে কোনাবাড়ি বাইমাইল সাইবোর্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। 

আজমেরী পরিবহনের চালক আজাদ বলেন,যাত্রী নিয়ে ঢাকা থেকে কালিয়াকৈরের দিকে আসছিলাম কোনাবাড়ি বাইমাইল সাইনবোর্ড এলাকায় পৌছা মাত্রই দেখি সামনে ৫ থেকে ৬শ' পোশাক শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের মধ্যে থেকে কিছু শ্রমিক গাড়ীর ভিতরে এসে যাত্রীর বের করে দেয়। আমার ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিলো কিছুই নিতে পারিনি। তার আগেই তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। চোখের সামনে পুড়তে দেখেছি কিছুই বলতে পারিনি। ডিবিএল ফায়ারসার্ভিস এর ইন্সপেক্টর মো.মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেখি ২টি বাসে আগুন জ্বলছে। তিনি
জানান,প্রায় ৩০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২ টি বাসের পুরো অংশ পুরে যায়।

র‌্যাব -১ গাজীপুর পোড়াবাড়ি ক‌্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর‌ মো.ইয়া‌সির আরাফাত হোসেন জানান,পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে ওই স্থানে আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে বিপুল সংখ‌্যক পু‌লিশ, র‌্যাব ও বি‌জি‌বি মোতায়েন রয়েছে।
 
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সাইনবোর্ড এলাকায় কিছু দুষ্কৃতিকারী  যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এরই মধ্যে তারা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ডিবিএল ফায়ারসার্ভিস এর ১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, পুলিশ, র‍্যাব এবং বিজিবি সদস্যরা এসময় সহযোগিতা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।    

এমএসএম / এমএসএম

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের

শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাংচুর, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক