ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষনা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ১:৩৯
গাজীপুর  সিটি করপোরেশন এর চান্দনা এলাকায় একটি পোষাক তৈরি কারখানায় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। পরে শিল্প ও থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এর কিছু সময় পর নাওজোড় এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময়ে শ্রমিকরা মহাসড়কে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ সময়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।
 
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে নগরীর নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে নাশকতা ঠেকাতে র‍্যাব ও পুলিশের পাশাপাশি  গাজীপুরে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গাজীপুরের চান্দনা ও নাওজোড় এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা নাওজোড় এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে  ও রাস্তার উপর কাঠ ও বাঁশ ফেলে  আগুন ধরিয়ে দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে  বাসন থানা পুলিশ, র‍্যাব ও শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল সরতে থাকে। পরে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট মহাসড়কে ধরিয়ে দেওয়া আগুন নিয়ন্ত্রণ করে। এছাড়া না নাওজোর থেকে ভাঙ্গা ব্রীজ  এলাকায় সড়কে শ্রমিকরা বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করে। তবে নাওজোর এলাকায় পুলিশের মারমুখি অবস্থানের কারণে সকাল দশটার দিকে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। সেখানে পরিস্থিতির নিয়ন্ত্রণ আসলে এর কিছু সময় পরেই খবর আসে কোনাবাড়ি সহ আশপাশের এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে।
 
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান,সকালে চান্দনা এলাকায় একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।  উল্লেখ গত ৭ নভেম্বর নূন্যতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে শ্রমিকরা সন্তুষ্ট না হয়ে গতকাল বুধবার সকালে কোনাবাড়ী জরুন এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পুলিশকে ক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে। পুলিশও পাল্টা টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় আঞ্জুয়ারা খাতুন নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। অন্তত ২০ জন শ্রমিক আহত হয়। এর পরই
কোনাবাড়ী, কাশিমপুর, জরুন,নাওজোড়সহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক কারাখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের

শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাংচুর, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক