হুমকির মুখে কয়েক কোটি টাকার চারটি ব্রীজ
রৌমারীতে উন্নয়নের দোহাই দিয়ে ফসলি জমি কেটে চলছে বালুর ব্যবসা

হাইকোর্ট ও মন্ত্রী পরিষদ থেকে সরকারীভাবে প্রশাসনকে দেয়া কঠোর নির্দেশনা থাকা সত্বেও কোনোভাবেই বালু উত্তোলন বন্ধ হচ্ছে না কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর উপজেলা দুটিতে। এক শ্রেণির প্রভাবশালী বালু ব্যবসায়ী ব্রহ্মপুত্র, সোনাভরি, জিঞ্জিরাম, ধরণী, হলিহলিয়া কালো ও জালচিরা নদীর তীর ঘেঁষে সারিসারি ড্রেজার, এসকেভেটর ও বাল্কহেড বসিয়ে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসতবাড়ী, আবাদী জমি, সরকারী-বেসরকারী স্থাপনা ভেঙ্গে বদলে যাচ্ছে রৌমারী ও রাজিবপুরের মানচিত্র। বাকিটুকু ভাঙ্গনের কবলে পড়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের বামতীরে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চলমান প্রকল্পগুলোর লক্ষ ও উদ্দেশ্য ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের মুখেপড়া এলাকার সাধারণ মানুষ দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক এক তিল পরিমাণ কৃষি জমি যাতে পতিত না থাকে ঠিক সেই সময়ে ড্রেজার, ট্রাক্টর ও এসকেভেটর দিয়ে ফসলি জমির মাটি কেটে রমরমা ব্যবসা করছে একটি চক্র। হুমকির মুখে পড়ছে কোটি কোটি টাকা ব্যয়ে পাখিউড়া এলাকার সোনাভরি নদীর ব্রীজ, তুরা রোডের নতুনবন্দর ব্রীজ, ইজলামারী ব্রীজ ও রাবারড্যাম।
অপরদিকে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় বেরিবাধ, চরশৌলমারী, বন্দবেড়, রৌমারী ও যাদুরচর ইউনিয়নের খেরুয়ারচর, ঘুঘুমারী, খেদাইমারী, বলদমারা, বাগুয়ারচর, পশ্চিম খনজনমারা, ফলুয়ারচর, পালেরচর, কুটিরচর, বাঘমারা, মিয়ারচর মুখতলা, দিগলাপাড়া, ধনারচর, বকবান্দা, খেওয়ারচর, শ্বশ্মানঘাট, চরনতুনবন্দর, ঝাউবাড়ি. চরফুলবাড়ি, দিগলাপাড়া, ধনারচর পশ্চিমপাড়া, আলগারচর ও বাগেরহাটসহ ৮০টি গ্রামের প্রায় ৮০ হাজার মানুষ বসতবাড়ি ও ফসলি জমি হারানোর আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জমি ও বাড়ির মালিকগণ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়াও তাদের বিরুদ্ধে হাফ ডজন মামলায় ১৫০জন আসামী ও দেড়ডজন আবেদন বিভিন্ন দপ্তরে দাখিল করায় তারা আরও বেপরোয় হয়ে উঠেছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নামকাওয়াস্তে হাতেগোনা কয়েকজনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা ও জরিমানা করলেও থেমে নেই বালু উত্তোলন।
একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিভিন্ন চরের জমির মালিকের কাছ থেকে প্রতি বর্গফুট ১৬ টাকা হিসেবে বালু ও মাটি ক্রয় করেন বালু ব্যবসায়ীরা। পরে তারা ড্রেজার, ট্রাক্টর ও এস্কেভেটর মালিকদের সাথে চুক্তি করে ড্রেজারের মাধমে বালু উত্তোলন করে ট্রাক্টর দিয়ে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। ড্রেজার মেশিন যে স্থানে বসানো হয় সেখানে বিশাল এলাকা জুড়ে ৫০ থেকে ৭০ ফুট পর্যন্ত গভীর খাদের সৃষ্টি করে। কিছুদিন পর বন্যার পানির স্রোতে ওই স্থানের আশপাশের ফসলি জমি ও বাড়িভিটা পানির নিচে দেবে যায়। এতে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে শতশত কৃষক নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করে। ওই পরিবারগুলোর পূনর্বাসনের জন্য সরকারিভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরেই ঢেউটিন, নগদ অর্থ ও ত্রাণ দেওয়া হয়। জমি ও বসতবাড়ির মালিকরা অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দিলে বালু ব্যবসায়ীচক্রটি তাদের উপর হামলাসহ নানা ভয়ভীতিও দেখায় এবং থানা পর্যন্ত গড়ায়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভয়ে কিছু বলতে সাহস পায় না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান মাঝে মধ্যে তদন্ত করতে গিয়ে মেশিনের ২/৪টি পাইপ বা কয়েক হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করলেও পরের দিন থেকে আবারো সক্রিয় হয়ে উঠে ড্রেজার মালিকপক্ষ।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভাঙ্গনের কবলে পড়ছে নদীর কিনারার মানুষ। অপর দিকে ভেকু ও কাকড়া দিয়ে মাটি কাটায় ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে। আবাদি জমি কমে গেলে ফসল উৎপাদন ব্যাহত সৃষ্টি হবে। এজন্য অবৈধ ড্রেজার, ভেকু ও কাকড়া বন্ধের জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কমানা করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান সাংবাদিকদের বলেন, যে যে স্থানে ড্রেজার বসানো হয়েছে সেখানে খুব শীগগিরই ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম

সততার সঙ্গে ৪০ বছরের চাকরির সমাপ্তি, কনস্টেবল আব্দুস সবুরকে বিদায়

তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

চট্টগ্রাম ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

মুচির ধারালো অস্ত্রের কোপে কিডনি হারালেন কৃষকদল নেতা

মিরসরাইয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার এক ব্যবসায়ি , থানায় অভিযোগ

ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত

মেহেরপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন জেল ও জরিমান আদেশ দিয়েছে আদালত

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিলো পৌর কর্তৃপক্ষ

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষনা

নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন
