ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিয়ামতপুরে করোনা সংক্রমণের হার বাড়ছে


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১২:৩৩
নওগাঁর নিয়ামতপুরে ঈদুল ফিতরের পর থেকে করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। গত ৫ দিনে নওগাঁর নিয়ামতপুরে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৪৪ শতাংশ। গত বৃহস্পতিবার (২৭ মে) থেকে সোমবার (৩১ মে) পর্যন্ত চারদিনে ১৩৬টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ পাঁচ দিনে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৪৪ শতাংশ।
 
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নিয়ামতপুর উপজেলার গ্রামীণ হাটগুলো ইতোমধ্যে উপজেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করা হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত এ সম্পর্কে বিশেষ লকডাউনের কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ামতপুরে গত বছরের ১৩ মে থেকে গত সোমবার (৩১ মে) পর্যন্ত ১ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষায় ১শ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসাবে এ উপজেলায় এ পর্যন্ত সংক্রমণের হার ১২ দশমিক ৬২ শতাংশ। তবে পবিত্র ঈদুল ফিতরের পর থেকে নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে।
 
সর্বশেষ পাঁচ দিনে (গত বৃহস্পতিবার থেকে সোমবার) ১৩৬টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসাবে পাঁচ দিনে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৬২ জনের, করোনা সনাক্ত হয়েছে ১শ ৩৪ জনের, সুস্থ্য হয়েছে ৯০ জন, মৃত্যু ১জন। বর্তমানে উপজেলায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা ৪৪। এর মধ্যে শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর মধ্যপাড়ায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা ১১ জন। আইসোলিশনে রয়েছে ২ জন, হাসপাতালে ভর্তি রয়েছে ৬জন।
 
উপজেলায় করোনা টিকার জন্য এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৯ হাজার ১শ ২২ জন, প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন ৭ হাজার ৭শ ২০ জন,, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫ হাজার ৩শ ৭২জন। টিকা এসেছিলো ১ম দফায় ৮শ ২ ভায়াল অর্থাৎ ৮ হাজার ২০ ডোজ, দ্বিতীয় দফায় ৫শ ৭৮ ভায়াল অর্থাৎ ৫ হাজার ৭শ ৮০ ডোজ।
 
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন বলেন, নিয়ামতপুরে ঈদুল ফিতরের পর সংক্রমণ বেড়ে গেছে। এর মধ্যে করোনা শনাক্তের হার প্রতি দিনই বাড়ছে। এটা বেশ উদ্বেগের। এই অবস্থায় আমরা অ্যান্টিজেন পরীক্ষার ওপর বেশি জোর দিচ্ছে। মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে।
 
নিয়ামতপুরে বিশেষ লকডাউন ঘোষণার বিষয়ে নির্দেশনা এসেছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে সংক্রমণের হার যেভাবে বাড়ছে, তাতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ লকডাউনের পক্ষে। শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর মধ্যপাড়ায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সেখানে লকডাউন  দেয়া আছে। নির্দেশনা এলে প্রশাসনের সঙ্গে লকডাউন কার্যকরে আমরা সচেষ্ট থাকব।

এমএসএম / জামান

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা