জান্নাতুল ফেরদৌস
অনলাইনে ব্যবসা করুন সহজেই
ইন্টারনেট ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয় অর্থ লেনদেন ও ডাটা আদান প্রদান ই হচ্ছে ই কমার্স বা ই- বাণিজ্য।
ই-কমার্স ব্যবসা পরিকল্পনা
যেকোনো ব্যবসা শুরুর আগে অবশ্যই সে সম্পর্কে সঠিক ধারণা থাকা অতি জরুরি। আমি কোন ব্যবসা করব সে সম্পর্কে আমাকে অবশ্যই একটি সুন্দর পরিকল্পনা করে নিতে হবে। এবং আমি যে যে পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করব সে সম্পর্কে আমার ধারণা সুস্পষ্ট হতে হবে।
সঠিক পণ্য নির্বাচন
ই-কমার্স ব্যবসার জন্য পণ্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কোন পণ্য নিয়ে কাজ করবেন সেটি আপনার নিজেকেই ঠিক করতে হবে। যে পণ্যগুলো সম্পর্কে আপনি অনেক ভাল বুঝেন সেসব পণ্য নিয়েই আপনার কাজ করা উচিত। ই-কমার্স বিজনেস এর জন্য এরকম পণ্য নির্বাচন করতে হবে যা মানুষের সাথে নিত্যদিন সম্পৃক্ত।
আপনার নির্বাচিত পণ্যের উৎস
আপনি যে পণ্য নিয়ে কাজ শুরু করতে চান সে পণ্যের উৎস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং কিভাবে সে পণ্য আপনি হাতে পাবেন এবং আপনি কিভাবে সেটা ক্রেতার কাছে পৌঁছে দেবেন সে ব্যাপারে আপনার একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। আপনি যদি আপনার পণ্য সরবরাহ সঠিকভাবে ক্রেতার কাছে করতে না পারেন পরবর্তী সময়ে সেই ক্রেতা আর আপনার এখানে অর্ডার করবেন না তাই পণ্য নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
বাজার বিশ্লেষণ ও পণ্যের গুণগত মান
চাহিদার সঙ্গে সম্পর্ক রেখে সব সময় কাজ করা উচিত। যে পণ্যগুলোর চাহিদা বাজারে বেশি সে পণ্যের দিকে নজর দিয়ে কাজ করতে হবে। এছাড়া নতুন নতুন প্রোডাক্ট নিয়েও কাজ করা যেতে পারে। অবশ্যই সেটা ক্রেতাদের দৃষ্টিতে আকর্ষণীয় হতে হবে এবং মানুষের চাহিদার দিকে লক্ষ রাখতে হবে। যেমন দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাবার, পোশাক এবং হাতে তৈরি গহনা, প্রসাধনী ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করা যেতে পারে। একটি সফল ব্যবসা নির্ভর করে ব্যবসার পণ্য তার গুণগত মান ও সেবার উপর। অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রেতাকে আমি যে পণ্যটি সরবরাহ করছি সেটির গুণগতমান কেমন এবং ক্রেতা যে পণ্যটি অর্ডার করেছিল সেই সঠিক পণ্যটি আমি ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছি কিনা।
লেখক: স্বত্বাধিকারি, জান্নাত’স কিচেন, ঐতিহ্যের সমারোহে পিঠা
Sunny / Sunny