কোনাবাড়ীতে গ্রেফতার আতঙ্ক নিয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

শ্রমিক অসন্তোষের কারণে ছুটির দিনসহ পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গ্রেফতার আতঙ্ক নিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায় গত ২৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, মৌচাক, তেলিরচালা এলাকায় কয়েকটি কারাখানার শ্রমিকরা নূন্যতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে আন্দোলন শুরু করে। পরে তা গাজীপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
গত ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে আন্দোলন অব্যাহত রাখে শ্রমিকরা। সর্বশেষ গত (৯ নভেম্বর) দুপুরের পর থেকে তুসুকা গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। পরে র্যাব, বিজিবি এবং পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পরে তুসুকার বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভিতরে ব্যাপক ভাংচুর চালায়। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং নগদ ৮ লক্ষ টাকা লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও বাহিরে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ী ভাংচুর করে দুষ্কৃতিকারীরা। এর পরেই কোনাবাড়ী এবং কাশিমপুরে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
গত শুক্রবার পুলিশের একটি গাড়ি ভাংচুরের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করে কারগারে পাঠানো হয়। এছাড়াও তুসুকা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা আবু সাইদ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের নামে একটি মামলা করেন কোনাবাড়ী থানায়।
এরপরই তুসুকা গ্রুপের শ্রমিকদের মাঝে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেই গ্রেফতারের ভয়ে পাড়ি জমিয়েছেন গ্রামের বাড়ী। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় তুসুকাসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা অনেকটা আতঙ্ক নিয়েই কাজে যোগ দিয়েছেন। তুসুকা কারখানার আয়েশা নামে এক সুয়িং অপারেটর বলেন,কারখানা বন্ধ ছিলো অনেক ভয়ে ছিলাম। আমরা কাজে যোগ দিয়েছি আমাদের যেন হয়রানি করা না হয়। আমরা সরকার ঘোষিত সাড়ে ১২ টাকা বেতন মেনে নিয়েই কাজ করছি। আলামিন নামে একজন শ্রমিক বলেন, বেতন যাই বাড়ানো হোকনা কেন দ্রব্যমূল্যের দামটা যেন নিয়ন্ত্রণে রাখে সরকার? তুসুকা ট্রাউজার সেকশনের সুয়িং অপারেটর মাজেদা বলেন, বেতন বাড়ানোর সাথে সাথে বাড়িওয়ালা বাসা ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে। তিনি বলেন,সরকারের কাছে দাবী যেন এই মুহূর্তে বাসা ভাড়া বাড়ানো না হয়।
কোনাবাড়ী এম এম নীটওয়্যার কারখানার শ্রমিক সফিকুল ইসলাম বলেন, কারখানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর শুনেছি অনেকগুলি মামলা হয়েছে। অনেক শ্রমিকের মধ্যে গ্রেপ্তারের ভয় আছে। হয়তো সেই কারণে অনেকে কাজে যোগ দেয়নি। তাছাড়া আর কি কারণ থাকতে পারে।
তুসুকা কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, কারখানা যথারীতি চালু হয়েছে। পুরোদমে চলছে উৎপাদন। পুলিশদের বলা হয়েছে আমাদের শ্রমিকদের যাতে কোনো ভাবে হয়রানি করা না হয়। এভাবেই দিক নির্দেশনা দেয়া হয়েছে। সেভাবেই শ্রমিকদের কাজে ফেরানো হয়েছে। ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, শ্রমিকরা ভয়ে আতঙ্কগ্রস্ত অজ্ঞাতনামা মামলায় তারা গ্রেপ্তার হতে পারে, গ্রেপ্তার এড়ানোর কারণে অনেকে গ্রামের বাড়িতে অবস্থান করছে। মজুরি বোর্ডের সুপারিশ আমরা দেখেছি এবং অনেকেই আপত্তি নামা জমা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে পূর্ণ বিবেচনা করার জন্য। আমরা এখন প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি। তিনি শ্রমিকদের কথা চিন্তা করে একটি সিদ্ধান্ত দিবেন আশা করি।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অবস অ্যান্ড ইন্টেলিজেন্স) ইমরান আহম্মেদ জানান, কারখানা বন্ধ থাকায় অনেক শ্রমিক তাদের গ্রামের বাড়িতে বেড়াতে চলে গেছে। যার কারনে অনেক কারখানায় শ্রমিকের উপস্থিতি কিছুটা কম। কারখানা খোলা খবর পেলে তারা ফিরে এসে কাজে যোগ দিবেন হয়তো। গ্রেপ্তার নিয়ে অতঙ্কিত হওয়ার কিছু নেই। অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার উত্তর (অপরাধ) আবু তুরাব মো.শামসুর রহমান সকালের সময়কে জানান,সকল মামলার ক্ষেত্রে আমরা তদন্ত করছি। যেসব কারখানায় ভাংচুর করা হয়েছে সেই সব কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। সেই ভিডিও ফুটেজ দেখে কতৃপক্ষের সাথে কথা বলে তাদের পরিচয় সনাক্ত করার পর গ্রেফতার করছি।তিনি আরো বলেন,যারা ভাংচুরের সাথে জড়িত নয় এমন কাউকে আমরা গ্রেফতার করিনি।
এমএসএম / এমএসএম

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের
